Saturday, July 27, 2019

অজানা প্রেমের দেশ/ স্বর্ণলতা (বাংলা কবিতা)

         অজানা প্রেমের দেশ
                       হৃদয় হরণ (ছদ্মনাম)

চলো যাই তুমি আমি এমন প্রেমের দেশে
যেথায় শুধু মোরা, ছোট্ট একটা কুটির রইবে শেষে।
            খড়ে ছাওয়া কুটিরটিতে
             ভরে দেব মোরা প্রেম পাগলামিতে।
যেখানে সূর্য উদিত হবে মোদের ইশারায়
চন্দ্র তারা করবে খেলা মোদের আঙিনায় ।
সেথায় রইবো তুমি আমি আর প্রেমে ভরা দুটি মন
এভুবনও চমকে যাবে দেখে আমাদের এ লগন।
যেখানে একটি নদী থাকবে নীল সীমানার শেষে
চলো না যাই আমরা এমন এক অজানা প্রেমের দেশে।