স্বর্ণলতার মিষ্টি হাসি
হৃদয় হরণ (ছদ্মনাম)
খোলা চুল, পাগলা হাওয়া আর ঐ মিষ্টি হাসি
তা দেখে মন ভরে গেল ওগো চিরসাথী।
ছাদের উপর একলা মন ; মেঘেদের আনাগোনা
তার মাঝেতেই তোমার ঐ মিষ্টি কন্ঠ শোনা!
তোমার মধ্যেই বিরাজ করছে এই ধরনীর আগুন
তোমার মধ্যেই লুকিয়ে আছে বসন্তের-ই ফাগুন ।
তোমার দিকেই চেয়ে থাকি আমি অবিরল,
তুমি হলে সুন্দর এক ঝরনার জল ।
তোমার মধ্যে লুকিয়ে আছে শুষ্ক হিমেল হাওয়া
তোমায় দেখে মনে জাগে নতুন কিছু চাওয়া ।
নিম্নচাপের হাওয়ায় উড়ে যায় তোমার আঁচল,তোমার চুল
শ্রাবণের ধারায় আজ টালমাটাল নদীর দুই কূল।
সোনা ঝরা হাসিতে রেঙে উঠলো তোমার মুখখানি
তা দেখে শ্রাবণের মাঝেও বসন্তের দিন গুনি ।
হৃদয় হরণ (ছদ্মনাম)
খোলা চুল, পাগলা হাওয়া আর ঐ মিষ্টি হাসি
তা দেখে মন ভরে গেল ওগো চিরসাথী।
ছাদের উপর একলা মন ; মেঘেদের আনাগোনা
তার মাঝেতেই তোমার ঐ মিষ্টি কন্ঠ শোনা!
তোমার মধ্যেই বিরাজ করছে এই ধরনীর আগুন
তোমার মধ্যেই লুকিয়ে আছে বসন্তের-ই ফাগুন ।
তোমার দিকেই চেয়ে থাকি আমি অবিরল,
তুমি হলে সুন্দর এক ঝরনার জল ।
তোমার মধ্যে লুকিয়ে আছে শুষ্ক হিমেল হাওয়া
তোমায় দেখে মনে জাগে নতুন কিছু চাওয়া ।
নিম্নচাপের হাওয়ায় উড়ে যায় তোমার আঁচল,তোমার চুল
শ্রাবণের ধারায় আজ টালমাটাল নদীর দুই কূল।
সোনা ঝরা হাসিতে রেঙে উঠলো তোমার মুখখানি
তা দেখে শ্রাবণের মাঝেও বসন্তের দিন গুনি ।