অনু কবিতা
হৃদয় হরণ (ছদ্মনাম)
স্নিগ্ধ সাঁঝে হঠাৎ কেন
ভরিয়া এল নয়ন,
অন্তঃপুরে এ কোন খেলা
বুক ফাটা ক্রন্দন,
বাইরে দেখি কার্তিকেরই
হালকা হালকা শিশির,
অন্তরে ঝাঁকি, অশ্রুজল আর-
বেদনায় ক্লান্ত শরীর।
ধরনীর বুকে মানুষ আমরা
তৈরী এ কোন ছাঁচে ?
চতুর্দিকে পাপ আর পাপ
শুধু পাপ ফলিয়াছে।
হৃদয় হরণ (ছদ্মনাম)
স্নিগ্ধ সাঁঝে হঠাৎ কেন
ভরিয়া এল নয়ন,
অন্তঃপুরে এ কোন খেলা
বুক ফাটা ক্রন্দন,
বাইরে দেখি কার্তিকেরই
হালকা হালকা শিশির,
অন্তরে ঝাঁকি, অশ্রুজল আর-
বেদনায় ক্লান্ত শরীর।
ধরনীর বুকে মানুষ আমরা
তৈরী এ কোন ছাঁচে ?
চতুর্দিকে পাপ আর পাপ
শুধু পাপ ফলিয়াছে।