অনুকবিতা
হৃদয় হরণ
গতকাল বিকেলে কয়েকফোটা বৃষ্টি ঝড়িল,
সেটা তোর অশ্রুজল আমার মন কহিল।
কাল থেকে মেঘেদের চলেছে সূয্যি ঢাকার খেলা,
তা দেখেই মন চঞ্চল কাটলো সারা বেলা।
দিনের বেলা সূর্যের এই দশা যখন আকাশে,
তুই ভালো নেই কেন জানি না কহে গেল কানে বাতাসে।
কখন কি করিস, কেমন থাকিস কিছুই পাইনা শ্রবনে,
তবু বুঝে যায় সব কিছু জানিনা আমি কেমনে!
সর্বদা আমি তোর পথ চেয়ে প্রহর গনি,
সারাদিন যেন আমার কানে বাজে তোর ধ্বনি ।
জানি না কেন তোর হাসিতেই সব সুখ খুঁজে পাই,
তাই তো আমি জীবনটা আমার এভাবেই কাটাতে চাই ।
জানি না কেন মনে হয় এ জীবনটা তোরই দান,
তোর জন্যই জীবন্ত আজ আমার প্রাণ ।
শত কষ্টের মাঝেও তোর ঐ হাসি মুখে থাকা,
ঐ টুকুটাই ঔষধ আমাকে বাঁচিয়ে রাখা ।
হৃদয় হরণ
গতকাল বিকেলে কয়েকফোটা বৃষ্টি ঝড়িল,
সেটা তোর অশ্রুজল আমার মন কহিল।
কাল থেকে মেঘেদের চলেছে সূয্যি ঢাকার খেলা,
তা দেখেই মন চঞ্চল কাটলো সারা বেলা।
দিনের বেলা সূর্যের এই দশা যখন আকাশে,
তুই ভালো নেই কেন জানি না কহে গেল কানে বাতাসে।
কখন কি করিস, কেমন থাকিস কিছুই পাইনা শ্রবনে,
তবু বুঝে যায় সব কিছু জানিনা আমি কেমনে!
সর্বদা আমি তোর পথ চেয়ে প্রহর গনি,
সারাদিন যেন আমার কানে বাজে তোর ধ্বনি ।
জানি না কেন তোর হাসিতেই সব সুখ খুঁজে পাই,
তাই তো আমি জীবনটা আমার এভাবেই কাটাতে চাই ।
জানি না কেন মনে হয় এ জীবনটা তোরই দান,
তোর জন্যই জীবন্ত আজ আমার প্রাণ ।
শত কষ্টের মাঝেও তোর ঐ হাসি মুখে থাকা,
ঐ টুকুটাই ঔষধ আমাকে বাঁচিয়ে রাখা ।