Sunday, June 30, 2019

অনুকবিতা / স্বর্ণলতার প্রতি উড়ো চিঠি :

          অনুকবিতা
                    হৃদয় হরণ

গতকাল বিকেলে কয়েকফোটা বৃষ্টি ঝড়িল,
সেটা তোর অশ্রুজল আমার মন কহিল।
কাল থেকে মেঘেদের চলেছে সূয্যি ঢাকার খেলা,
তা দেখেই মন চঞ্চল কাটলো সারা বেলা।
দিনের বেলা সূর্যের এই দশা যখন আকাশে,
তুই ভালো নেই কেন জানি না কহে গেল কানে বাতাসে।
কখন কি করিস, কেমন থাকিস কিছুই পাইনা শ্রবনে,
তবু বুঝে যায় সব কিছু জানিনা আমি কেমনে!
সর্বদা আমি তোর পথ চেয়ে প্রহর গনি,
সারাদিন যেন আমার কানে বাজে তোর ধ্বনি ।
জানি না কেন তোর হাসিতেই সব সুখ খুঁজে পাই,
তাই তো আমি জীবনটা আমার এভাবেই কাটাতে চাই ।
জানি না কেন মনে হয় এ জীবনটা তোরই দান,
তোর জন্যই জীবন্ত আজ আমার প্রাণ ।
শত কষ্টের মাঝেও তোর ঐ হাসি মুখে থাকা,
ঐ টুকুটাই ঔষধ আমাকে বাঁচিয়ে রাখা ।



Friday, June 14, 2019

নামহীন কবিতা / বাংলা কবিতা

              নামহীন কবিতা 
                          হৃদয় হরণ (ছদ্মনাম)
           
               (1st January 2013)

বালিশের পাশে লুকিয়ে রাখা
আমার সেই ডায়েরিটা ....
মাঝে মাঝে খুলে দেখি ,
কত স্মৃতি কত কথা মনে পড়ে
সবার কথা লেখা আছে তাতে,
শুধু তার ছবি, তার নাম প্রতি পাতায় আঁকা ।
তাকে নিয়ে লেখা অসংখ্য কবিতা,
কত রঙিন স্বপ্ন,
আজ সবই অতীত ।
কেটে গেছে অনেক সময়-
এখন সাধারণ মানুষের মতোই জীবন কাটাচ্ছি।
কত নতুন বন্ধু, কত নতুন সম্পর্ক
তবুও সবার মাঝে আজও তুমি আছো --
আমার ভাবরাজ্যে।
তুমি কেমন আছো জানিনা,
জানতে পারবো কিনা তাও জানিনা,
তবে ভালো-মন্দ মিলিয়ে আমার একপ্রকার চলে যাচ্ছে।
নানান ব্যস্ততার মাঝে
এখনও মাঝে মাঝে খুলে দেখি
তোমায় নিয়ে লেখা সেই কবিতা গুলি।
আজও তোমায় নিয়ে লেখা ছাড়িনি
আশা করি পারবও না কোনোদিন,
জানিনা আমাকে তোমার মনে আছে কিনা
আমার কথা মনে পড়ে কিনা
তবে আমার প্রতি মর্মে তুমি, শুধু তুমি ।
তুমি যখন হাঁসতে, মনে হতো যেন-
সারা বিশ্বে বসন্ত শুরু হয়েছে ।
আজ সেই বসন্তের দেখা পাওয়া যায় না,
আজও আছে আমার ডায়েরিটা
আছে কত স্মৃতি, কত আশা, কত স্বপ্ন
নেই শুধু তুমি পাশে ।


Saturday, June 1, 2019

সময় ছুটে চলেছে

      সময় ছুটে চলেছে
               হৃদয় হরণ (ছদ্মনাম)

এই যে .....
সময়, একটু থেমে যা দেখি
আমি আবার আমিতে ফিরে আসি,
হয়তো তুই চলেই চলেছিস
তবে মনটাতো আমার সেখানেই পড়ে রয়েছে ।
সেই আকাশে, সেই বাতাসে
সেই গানে, সেই জ্যোৎস্নায়
আর সেই মোহনায় মিশে থেমেছে।

এই যে .....
সময়, একটু ফিরে যা দেখি
আমার সেই আমিকে ফিরিয়ে আন্
হয়তো তুই চলেই চলেছিস
তবে আমিতো সেখানেই বাঁধা পড়ে আছি।
তার নয়নে, তার চরনে
তার কণ্ঠে, তার আঁচলে
আর তার হাতের সেই ছোঁয়ায় মরেছি।

এই যে .....
সময় ...............
ও! তুইও ছেড়ে চলে গেলি
আমার সঙ্গে এরকমই হয়,
সে একবার মনে আশা জাগিয়ে চলে গেল...
তুইও তাই করলি।

যাই হোক,
আমি আমার আমিতে ফিরে আসছি ধীরে ধীরে ,
আর তাতে সাহায্য করছে আমার বন্ধু ।

হ্যাঁ... আমার বন্ধু,
যখন সবাই গেল আমায় ছেড়ে একে একে-
যখন মন ব্যাকুল, আমি দিশেহারা
এমনকি আমিও আমাকে সামলাতে পারছিলাম না
তবুও কোনোরকম মনকে বোঝাচ্ছিলাম,
কিন্তু আর কতদিন-?

ঠিক তখনই বন্ধু পেলাম এক,
এখন সবাই দ্যাখ-
আমি আজ কত খুশি,
এই চঞ্চল মন আজ শান্ত
লাগে না আর কোনো কাজে ক্লান্ত ।

তাই তো বলি শোন্
এমন ভীষণ জোর
পেয়েছি আমি এক বন্ধু ।

এই যে .....
সময়,  চল না- কত ছুটে চলবি
নেই কোন ভয় আর
সঙ্গে আছে বন্ধু আমার,
যার সান্নিধ্যে মরুভূমিকেও-
মনে হয় সাগর।

যা সময় যা, ছুটে চলে যা...
আবার যেদিন সময় পাবো
শোনাবো বন্ধুর আরো কথা তোকে
যা, তুই তোর নিয়মে ছুটে যা..............

..