Friday, June 14, 2019

নামহীন কবিতা / বাংলা কবিতা

              নামহীন কবিতা 
                          হৃদয় হরণ (ছদ্মনাম)
           
               (1st January 2013)

বালিশের পাশে লুকিয়ে রাখা
আমার সেই ডায়েরিটা ....
মাঝে মাঝে খুলে দেখি ,
কত স্মৃতি কত কথা মনে পড়ে
সবার কথা লেখা আছে তাতে,
শুধু তার ছবি, তার নাম প্রতি পাতায় আঁকা ।
তাকে নিয়ে লেখা অসংখ্য কবিতা,
কত রঙিন স্বপ্ন,
আজ সবই অতীত ।
কেটে গেছে অনেক সময়-
এখন সাধারণ মানুষের মতোই জীবন কাটাচ্ছি।
কত নতুন বন্ধু, কত নতুন সম্পর্ক
তবুও সবার মাঝে আজও তুমি আছো --
আমার ভাবরাজ্যে।
তুমি কেমন আছো জানিনা,
জানতে পারবো কিনা তাও জানিনা,
তবে ভালো-মন্দ মিলিয়ে আমার একপ্রকার চলে যাচ্ছে।
নানান ব্যস্ততার মাঝে
এখনও মাঝে মাঝে খুলে দেখি
তোমায় নিয়ে লেখা সেই কবিতা গুলি।
আজও তোমায় নিয়ে লেখা ছাড়িনি
আশা করি পারবও না কোনোদিন,
জানিনা আমাকে তোমার মনে আছে কিনা
আমার কথা মনে পড়ে কিনা
তবে আমার প্রতি মর্মে তুমি, শুধু তুমি ।
তুমি যখন হাঁসতে, মনে হতো যেন-
সারা বিশ্বে বসন্ত শুরু হয়েছে ।
আজ সেই বসন্তের দেখা পাওয়া যায় না,
আজও আছে আমার ডায়েরিটা
আছে কত স্মৃতি, কত আশা, কত স্বপ্ন
নেই শুধু তুমি পাশে ।


No comments:

Post a Comment