Thursday, May 30, 2019

কেন এখনো তোকেই মনে পড়ে

কেন এখনো তোকেই মনে পড়ে?
         --  হৃদয় হরণ
কেন এখন বিজয়ায় শুধু তোকেই মনে পড়ে,
কেন এখনো একা থাকলে শুধু অশ্রু ঝড়ে?
কেন এখনো লক্ষ্মীপুজোর সেই ভুলতে পারিনি তোকে,
কেন এখনো বন্ধুরা সব পাগল বলে মোকে?
কেন এখনো মনে পড়িস তুই শাড়ীর আঁচলের ভাঁজে,
কেন এখনো তোকে না দেখলে মনটা শুধু কাঁদে?
কেন এখনো স্কুলের কথা শুধুই মনে আসে,
কেন এখনো মনে হয় তুই আছিস আমার পাশে?
কেন এখনো শীত-গ্রীষ্মে তোরই কথা ভাবি,
কেন এখনো মনের পাতায় তোরই ছবি আঁকি?
কেন এখনো পাখিদের গানে তোরই শব্দ শুনি,
কেন এখনো ব্যতিব্যস্ত তোরই প্রহর গুনি?
কেন এখনো টিফিন প্রিয়ডের সেই তোকেই মনে পড়ে,
কেন এখনো একা থাকলে শুধু অশ্রু ঝড়ে?
কেন এখনো বইয়ের পাতায় তোর ছবি ভেসে ওঠে,
কেন এখনো তোর কথাতেই মুখে হাসি ফোটে?


Monday, May 13, 2019

মন ছুঁয়ে যাওয়া এক ভালোবাসার কবিতা / বাংলা কবিতা/ ভালোবাসার এক অসাধারণ কবিতা

        স্বর্ণলতা           
              হৃদয় হরণ(ছদ্মনাম)

তোর খুশিতেই আমি খুশি
        তোর দুঃখেই দুঃখী,
তোর জন্য জ্বালিয়ে রাখি হাজার সুখের বাতি।

তুই হাসলে আমার আকাশ
      তারায় ভরে ওঠে,
তুই কাঁদলে আমার বুকে বন্যা নেমে আসে।

শুনবো তোর কণ্ঠস্বর
       কিছু চাই না আর
তোর মতো এমন বন্ধু, মেলা ভীষণ ভার।

দিশাহীন পথে চলতে চলতে
       পেলাম দেখা তোর
তোর পরশে নতুন করে বাঁধি জীবন ডোর।

ওরে পাগলি, তুই আমার প্রেম
       তুই ভালোবাসা
তুই আমার স্বপ্ন পাগলি, তুই আমার আশা।

তুই নাকি আমার সব
      বলে বন্ধু-জন
হ্যাঁ, তুই পাশে থাকলে -নেই প্রেমিকার প্রয়োজন।

তুই আমার শাসন পাগলি
       তুই আবদার
তোর জন্য সকল সময় খোলা মনের দ্বার।



Wednesday, May 8, 2019

স্বর্ণলতার প্রতি উড়ো চিঠি

স্বর্ণলতার প্রতি উড়ো চিঠি
😓উদাসী মন😓

এই মেঘলা দিন,
             মনটা রঙিন।
তবু টেকেনা মন,
             গুনছে লোকজন।
কেমনে যাচ্ছে দিন,
              তোমার ফোনের রিং।
নেই কেন কোন খবর,
              ঐ নয়ন আদর।
পড়ছে বৃষ্টি ক্ষনে ক্ষনে,
              আমি আনমনে।
হাসি ফুটবে মনে,
               তোমার আগমনে।
এখন যেমন মেঘলা দিন,
               মনটাও উদাসীন।

              -  হৃদয় হরণ (ছদ্মনাম)