কেন এখনো তোকেই মনে পড়ে?
-- হৃদয় হরণ
কেন এখন বিজয়ায় শুধু তোকেই মনে পড়ে,
কেন এখনো একা থাকলে শুধু অশ্রু ঝড়ে?
কেন এখনো লক্ষ্মীপুজোর সেই ভুলতে পারিনি তোকে,
কেন এখনো বন্ধুরা সব পাগল বলে মোকে?
কেন এখনো মনে পড়িস তুই শাড়ীর আঁচলের ভাঁজে,
কেন এখনো তোকে না দেখলে মনটা শুধু কাঁদে?
কেন এখনো স্কুলের কথা শুধুই মনে আসে,
কেন এখনো মনে হয় তুই আছিস আমার পাশে?
কেন এখনো শীত-গ্রীষ্মে তোরই কথা ভাবি,
কেন এখনো মনের পাতায় তোরই ছবি আঁকি?
কেন এখনো পাখিদের গানে তোরই শব্দ শুনি,
কেন এখনো ব্যতিব্যস্ত তোরই প্রহর গুনি?
কেন এখনো টিফিন প্রিয়ডের সেই তোকেই মনে পড়ে,
কেন এখনো একা থাকলে শুধু অশ্রু ঝড়ে?
কেন এখনো বইয়ের পাতায় তোর ছবি ভেসে ওঠে,
কেন এখনো তোর কথাতেই মুখে হাসি ফোটে?
-- হৃদয় হরণ
কেন এখন বিজয়ায় শুধু তোকেই মনে পড়ে,
কেন এখনো একা থাকলে শুধু অশ্রু ঝড়ে?
কেন এখনো লক্ষ্মীপুজোর সেই ভুলতে পারিনি তোকে,
কেন এখনো বন্ধুরা সব পাগল বলে মোকে?
কেন এখনো মনে পড়িস তুই শাড়ীর আঁচলের ভাঁজে,
কেন এখনো তোকে না দেখলে মনটা শুধু কাঁদে?
কেন এখনো স্কুলের কথা শুধুই মনে আসে,
কেন এখনো মনে হয় তুই আছিস আমার পাশে?
কেন এখনো শীত-গ্রীষ্মে তোরই কথা ভাবি,
কেন এখনো মনের পাতায় তোরই ছবি আঁকি?
কেন এখনো পাখিদের গানে তোরই শব্দ শুনি,
কেন এখনো ব্যতিব্যস্ত তোরই প্রহর গুনি?
কেন এখনো টিফিন প্রিয়ডের সেই তোকেই মনে পড়ে,
কেন এখনো একা থাকলে শুধু অশ্রু ঝড়ে?
কেন এখনো বইয়ের পাতায় তোর ছবি ভেসে ওঠে,
কেন এখনো তোর কথাতেই মুখে হাসি ফোটে?