স্বর্ণলতার প্রতি উড়ো চিঠি
😓উদাসী মন😓
এই মেঘলা দিন,
মনটা রঙিন।
তবু টেকেনা মন,
গুনছে লোকজন।
কেমনে যাচ্ছে দিন,
তোমার ফোনের রিং।
নেই কেন কোন খবর,
ঐ নয়ন আদর।
পড়ছে বৃষ্টি ক্ষনে ক্ষনে,
আমি আনমনে।
হাসি ফুটবে মনে,
তোমার আগমনে।
এখন যেমন মেঘলা দিন,
মনটাও উদাসীন।
- হৃদয় হরণ (ছদ্মনাম)
😓উদাসী মন😓
এই মেঘলা দিন,
মনটা রঙিন।
তবু টেকেনা মন,
গুনছে লোকজন।
কেমনে যাচ্ছে দিন,
তোমার ফোনের রিং।
নেই কেন কোন খবর,
ঐ নয়ন আদর।
পড়ছে বৃষ্টি ক্ষনে ক্ষনে,
আমি আনমনে।
হাসি ফুটবে মনে,
তোমার আগমনে।
এখন যেমন মেঘলা দিন,
মনটাও উদাসীন।
- হৃদয় হরণ (ছদ্মনাম)
দারুন।।।
ReplyDeleteধন্যবাদ বন্ধু
ReplyDelete