স্বর্ণলতা
হৃদয় হরণ(ছদ্মনাম)
তোর খুশিতেই আমি খুশি
তোর দুঃখেই দুঃখী,
তোর জন্য জ্বালিয়ে রাখি হাজার সুখের বাতি।
তুই হাসলে আমার আকাশ
তারায় ভরে ওঠে,
তুই কাঁদলে আমার বুকে বন্যা নেমে আসে।
শুনবো তোর কণ্ঠস্বর
কিছু চাই না আর
তোর মতো এমন বন্ধু, মেলা ভীষণ ভার।
দিশাহীন পথে চলতে চলতে
পেলাম দেখা তোর
তোর পরশে নতুন করে বাঁধি জীবন ডোর।
ওরে পাগলি, তুই আমার প্রেম
তুই ভালোবাসা
তুই আমার স্বপ্ন পাগলি, তুই আমার আশা।
তুই নাকি আমার সব
বলে বন্ধু-জন
হ্যাঁ, তুই পাশে থাকলে -নেই প্রেমিকার প্রয়োজন।
তুই আমার শাসন পাগলি
তুই আবদার
তোর জন্য সকল সময় খোলা মনের দ্বার।
হৃদয় হরণ(ছদ্মনাম)
তোর খুশিতেই আমি খুশি
তোর দুঃখেই দুঃখী,
তোর জন্য জ্বালিয়ে রাখি হাজার সুখের বাতি।
তুই হাসলে আমার আকাশ
তারায় ভরে ওঠে,
তুই কাঁদলে আমার বুকে বন্যা নেমে আসে।
শুনবো তোর কণ্ঠস্বর
কিছু চাই না আর
তোর মতো এমন বন্ধু, মেলা ভীষণ ভার।
দিশাহীন পথে চলতে চলতে
পেলাম দেখা তোর
তোর পরশে নতুন করে বাঁধি জীবন ডোর।
ওরে পাগলি, তুই আমার প্রেম
তুই ভালোবাসা
তুই আমার স্বপ্ন পাগলি, তুই আমার আশা।
তুই নাকি আমার সব
বলে বন্ধু-জন
হ্যাঁ, তুই পাশে থাকলে -নেই প্রেমিকার প্রয়োজন।
তুই আমার শাসন পাগলি
তুই আবদার
তোর জন্য সকল সময় খোলা মনের দ্বার।
No comments:
Post a Comment