Wednesday, September 21, 2022

চক্রবর্তীদের জমিদার বাড়ির দুর্গাপুজো / বৈদরাজমিদার বাড়ির দুর্গাপুজো

               চক্রবর্তীদের জমিদার বাড়ির দুর্গাপুজো /বৈদরাজমিদার বাড়ির দুর্গাপুজো


রঘুনাথগঞ্জ ব্লকের বৈদরা গ্রামে প্রায় 450 বছরের প্রাচীন চক্রবর্তীদের জমিদার বাড়ির এই দুর্গাপুজো। যেখানে শুধু এই হিন্দু পরিবার নয়, গ্রামের হিন্দু-মুসলিম সবাই একত্র হয়ে পুজোয় অংশগ্রহণ করেন।

সাম্প্রদায়িক হিংসা আর হানাহানি যখন দেশ জুড়ে বার বার আতঙ্কের বাতাবরণ তৈরি করছে, তখন ভিন্ন ছবি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। সম্প্রীতির দুর্গাপুজো।

প্রায় 450 বছর আগে এই পুজো প্রথম প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জমিদার। এখনও প্রতি বার আগের মতোই পুজো শুরু হয় গ্রামের দুধসাগর পুকুরের জল ঘটে ভরে বোধনের মধ্য দিয়ে। ষষ্ঠী পর্যন্ত চলে দৈনিক চণ্ডীপাঠ।

এই গ্রামে এক সঙ্গে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন। দুর্গাপুজোর কাজেও অংশ নেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। প্রতিমা তৈরি থেকে পুজো দেখা, আরতি— হিন্দু-মুসলমান নির্বিশেষে পুজোর চার দিন হাজির থাকেন। বিসর্জনের শোভাযাত্রাতেও অংশ নেন মুসলমানরা। প্রতিমা নিয়ে যেতে কাঁধও লাগান।

বিজয়ার শুভেচ্ছা জানাতে গ্রামের মুসলমান সম্প্রদায়ের মানুষজন প্রতি বারই জমিদার বাড়িতে আসেন। জমিদার বাড়ির পক্ষ থেকেও গ্রামের সব মুসলমান পরিবারে লুচি ও ফল পাঠানো হয়। পরিবারের বর্তমান সদস্যরা কর্মসূত্রে বাইরে থাকলেও পুজোর সময়ে সবাই একত্রিত হন।

No comments:

Post a Comment