সময় ছুটে চলেছে
হৃদয় হরণ (ছদ্মনাম)
এই যে .....
সময়, একটু থেমে যা দেখি
আমি আবার আমিতে ফিরে আসি,
হয়তো তুই চলেই চলেছিস
তবে মনটাতো আমার সেখানেই পড়ে রয়েছে ।
সেই আকাশে, সেই বাতাসে
সেই গানে, সেই জ্যোৎস্নায়
আর সেই মোহনায় মিশে থেমেছে।
এই যে .....
সময়, একটু ফিরে যা দেখি
আমার সেই আমিকে ফিরিয়ে আন্
হয়তো তুই চলেই চলেছিস
তবে আমিতো সেখানেই বাঁধা পড়ে আছি।
তার নয়নে, তার চরনে
তার কণ্ঠে, তার আঁচলে
আর তার হাতের সেই ছোঁয়ায় মরেছি।
এই যে .....
সময় ...............
ও! তুইও ছেড়ে চলে গেলি
আমার সঙ্গে এরকমই হয়,
সে একবার মনে আশা জাগিয়ে চলে গেল...
তুইও তাই করলি।
যাই হোক,
আমি আমার আমিতে ফিরে আসছি ধীরে ধীরে ,
আর তাতে সাহায্য করছে আমার বন্ধু ।
হ্যাঁ... আমার বন্ধু,
যখন সবাই গেল আমায় ছেড়ে একে একে-
যখন মন ব্যাকুল, আমি দিশেহারা
এমনকি আমিও আমাকে সামলাতে পারছিলাম না
তবুও কোনোরকম মনকে বোঝাচ্ছিলাম,
কিন্তু আর কতদিন-?
ঠিক তখনই বন্ধু পেলাম এক,
এখন সবাই দ্যাখ-
আমি আজ কত খুশি,
এই চঞ্চল মন আজ শান্ত
লাগে না আর কোনো কাজে ক্লান্ত ।
তাই তো বলি শোন্
এমন ভীষণ জোর
পেয়েছি আমি এক বন্ধু ।
এই যে .....
সময়, চল না- কত ছুটে চলবি
নেই কোন ভয় আর
সঙ্গে আছে বন্ধু আমার,
যার সান্নিধ্যে মরুভূমিকেও-
মনে হয় সাগর।
যা সময় যা, ছুটে চলে যা...
আবার যেদিন সময় পাবো
শোনাবো বন্ধুর আরো কথা তোকে
যা, তুই তোর নিয়মে ছুটে যা..............
..