Wednesday, November 13, 2019

                     অনু কবিতা
                                হৃদয় হরণ (ছদ্মনাম)


স্নিগ্ধ সাঁঝে হঠাৎ কেন
      ভরিয়া এল নয়ন,
অন্তঃপুরে এ কোন খেলা
      বুক ফাটা ক্রন্দন,
বাইরে দেখি কার্তিকেরই
      হালকা হালকা শিশির,
অন্তরে ঝাঁকি, অশ্রুজল আর-
      বেদনায় ক্লান্ত শরীর।
ধরনীর বুকে মানুষ আমরা
       তৈরী এ কোন ছাঁচে ?
চতুর্দিকে পাপ আর পাপ
       শুধু পাপ ফলিয়াছে।


Sunday, August 11, 2019

স্বর্ণলতার মিষ্টি হাসি

                 স্বর্ণলতার মিষ্টি হাসি
                          হৃদয় হরণ (ছদ্মনাম)



খোলা চুল, পাগলা হাওয়া আর ঐ মিষ্টি হাসি
তা দেখে মন ভরে গেল ওগো চিরসাথী।
ছাদের উপর একলা মন ; মেঘেদের আনাগোনা
তার মাঝেতেই তোমার ঐ মিষ্টি কন্ঠ শোনা!

তোমার মধ্যেই বিরাজ করছে এই ধরনীর আগুন
তোমার মধ্যেই লুকিয়ে আছে বসন্তের-ই ফাগুন ।
তোমার দিকেই চেয়ে থাকি আমি অবিরল,
তুমি হলে সুন্দর এক ঝরনার জল ।
তোমার মধ্যে লুকিয়ে আছে শুষ্ক হিমেল হাওয়া
তোমায় দেখে মনে জাগে নতুন কিছু চাওয়া ।

নিম্নচাপের হাওয়ায় উড়ে যায় তোমার আঁচল,তোমার চুল
শ্রাবণের ধারায় আজ টালমাটাল নদীর দুই কূল।
সোনা ঝরা হাসিতে রেঙে উঠলো তোমার মুখখানি
তা দেখে শ্রাবণের মাঝেও বসন্তের দিন গুনি ।


Saturday, July 27, 2019

অজানা প্রেমের দেশ/ স্বর্ণলতা (বাংলা কবিতা)

         অজানা প্রেমের দেশ
                       হৃদয় হরণ (ছদ্মনাম)

চলো যাই তুমি আমি এমন প্রেমের দেশে
যেথায় শুধু মোরা, ছোট্ট একটা কুটির রইবে শেষে।
            খড়ে ছাওয়া কুটিরটিতে
             ভরে দেব মোরা প্রেম পাগলামিতে।
যেখানে সূর্য উদিত হবে মোদের ইশারায়
চন্দ্র তারা করবে খেলা মোদের আঙিনায় ।
সেথায় রইবো তুমি আমি আর প্রেমে ভরা দুটি মন
এভুবনও চমকে যাবে দেখে আমাদের এ লগন।
যেখানে একটি নদী থাকবে নীল সীমানার শেষে
চলো না যাই আমরা এমন এক অজানা প্রেমের দেশে।



Sunday, June 30, 2019

অনুকবিতা / স্বর্ণলতার প্রতি উড়ো চিঠি :

          অনুকবিতা
                    হৃদয় হরণ

গতকাল বিকেলে কয়েকফোটা বৃষ্টি ঝড়িল,
সেটা তোর অশ্রুজল আমার মন কহিল।
কাল থেকে মেঘেদের চলেছে সূয্যি ঢাকার খেলা,
তা দেখেই মন চঞ্চল কাটলো সারা বেলা।
দিনের বেলা সূর্যের এই দশা যখন আকাশে,
তুই ভালো নেই কেন জানি না কহে গেল কানে বাতাসে।
কখন কি করিস, কেমন থাকিস কিছুই পাইনা শ্রবনে,
তবু বুঝে যায় সব কিছু জানিনা আমি কেমনে!
সর্বদা আমি তোর পথ চেয়ে প্রহর গনি,
সারাদিন যেন আমার কানে বাজে তোর ধ্বনি ।
জানি না কেন তোর হাসিতেই সব সুখ খুঁজে পাই,
তাই তো আমি জীবনটা আমার এভাবেই কাটাতে চাই ।
জানি না কেন মনে হয় এ জীবনটা তোরই দান,
তোর জন্যই জীবন্ত আজ আমার প্রাণ ।
শত কষ্টের মাঝেও তোর ঐ হাসি মুখে থাকা,
ঐ টুকুটাই ঔষধ আমাকে বাঁচিয়ে রাখা ।



Friday, June 14, 2019

নামহীন কবিতা / বাংলা কবিতা

              নামহীন কবিতা 
                          হৃদয় হরণ (ছদ্মনাম)
           
               (1st January 2013)

বালিশের পাশে লুকিয়ে রাখা
আমার সেই ডায়েরিটা ....
মাঝে মাঝে খুলে দেখি ,
কত স্মৃতি কত কথা মনে পড়ে
সবার কথা লেখা আছে তাতে,
শুধু তার ছবি, তার নাম প্রতি পাতায় আঁকা ।
তাকে নিয়ে লেখা অসংখ্য কবিতা,
কত রঙিন স্বপ্ন,
আজ সবই অতীত ।
কেটে গেছে অনেক সময়-
এখন সাধারণ মানুষের মতোই জীবন কাটাচ্ছি।
কত নতুন বন্ধু, কত নতুন সম্পর্ক
তবুও সবার মাঝে আজও তুমি আছো --
আমার ভাবরাজ্যে।
তুমি কেমন আছো জানিনা,
জানতে পারবো কিনা তাও জানিনা,
তবে ভালো-মন্দ মিলিয়ে আমার একপ্রকার চলে যাচ্ছে।
নানান ব্যস্ততার মাঝে
এখনও মাঝে মাঝে খুলে দেখি
তোমায় নিয়ে লেখা সেই কবিতা গুলি।
আজও তোমায় নিয়ে লেখা ছাড়িনি
আশা করি পারবও না কোনোদিন,
জানিনা আমাকে তোমার মনে আছে কিনা
আমার কথা মনে পড়ে কিনা
তবে আমার প্রতি মর্মে তুমি, শুধু তুমি ।
তুমি যখন হাঁসতে, মনে হতো যেন-
সারা বিশ্বে বসন্ত শুরু হয়েছে ।
আজ সেই বসন্তের দেখা পাওয়া যায় না,
আজও আছে আমার ডায়েরিটা
আছে কত স্মৃতি, কত আশা, কত স্বপ্ন
নেই শুধু তুমি পাশে ।


Saturday, June 1, 2019

সময় ছুটে চলেছে

      সময় ছুটে চলেছে
               হৃদয় হরণ (ছদ্মনাম)

এই যে .....
সময়, একটু থেমে যা দেখি
আমি আবার আমিতে ফিরে আসি,
হয়তো তুই চলেই চলেছিস
তবে মনটাতো আমার সেখানেই পড়ে রয়েছে ।
সেই আকাশে, সেই বাতাসে
সেই গানে, সেই জ্যোৎস্নায়
আর সেই মোহনায় মিশে থেমেছে।

এই যে .....
সময়, একটু ফিরে যা দেখি
আমার সেই আমিকে ফিরিয়ে আন্
হয়তো তুই চলেই চলেছিস
তবে আমিতো সেখানেই বাঁধা পড়ে আছি।
তার নয়নে, তার চরনে
তার কণ্ঠে, তার আঁচলে
আর তার হাতের সেই ছোঁয়ায় মরেছি।

এই যে .....
সময় ...............
ও! তুইও ছেড়ে চলে গেলি
আমার সঙ্গে এরকমই হয়,
সে একবার মনে আশা জাগিয়ে চলে গেল...
তুইও তাই করলি।

যাই হোক,
আমি আমার আমিতে ফিরে আসছি ধীরে ধীরে ,
আর তাতে সাহায্য করছে আমার বন্ধু ।

হ্যাঁ... আমার বন্ধু,
যখন সবাই গেল আমায় ছেড়ে একে একে-
যখন মন ব্যাকুল, আমি দিশেহারা
এমনকি আমিও আমাকে সামলাতে পারছিলাম না
তবুও কোনোরকম মনকে বোঝাচ্ছিলাম,
কিন্তু আর কতদিন-?

ঠিক তখনই বন্ধু পেলাম এক,
এখন সবাই দ্যাখ-
আমি আজ কত খুশি,
এই চঞ্চল মন আজ শান্ত
লাগে না আর কোনো কাজে ক্লান্ত ।

তাই তো বলি শোন্
এমন ভীষণ জোর
পেয়েছি আমি এক বন্ধু ।

এই যে .....
সময়,  চল না- কত ছুটে চলবি
নেই কোন ভয় আর
সঙ্গে আছে বন্ধু আমার,
যার সান্নিধ্যে মরুভূমিকেও-
মনে হয় সাগর।

যা সময় যা, ছুটে চলে যা...
আবার যেদিন সময় পাবো
শোনাবো বন্ধুর আরো কথা তোকে
যা, তুই তোর নিয়মে ছুটে যা..............

..

Thursday, May 30, 2019

কেন এখনো তোকেই মনে পড়ে

কেন এখনো তোকেই মনে পড়ে?
         --  হৃদয় হরণ
কেন এখন বিজয়ায় শুধু তোকেই মনে পড়ে,
কেন এখনো একা থাকলে শুধু অশ্রু ঝড়ে?
কেন এখনো লক্ষ্মীপুজোর সেই ভুলতে পারিনি তোকে,
কেন এখনো বন্ধুরা সব পাগল বলে মোকে?
কেন এখনো মনে পড়িস তুই শাড়ীর আঁচলের ভাঁজে,
কেন এখনো তোকে না দেখলে মনটা শুধু কাঁদে?
কেন এখনো স্কুলের কথা শুধুই মনে আসে,
কেন এখনো মনে হয় তুই আছিস আমার পাশে?
কেন এখনো শীত-গ্রীষ্মে তোরই কথা ভাবি,
কেন এখনো মনের পাতায় তোরই ছবি আঁকি?
কেন এখনো পাখিদের গানে তোরই শব্দ শুনি,
কেন এখনো ব্যতিব্যস্ত তোরই প্রহর গুনি?
কেন এখনো টিফিন প্রিয়ডের সেই তোকেই মনে পড়ে,
কেন এখনো একা থাকলে শুধু অশ্রু ঝড়ে?
কেন এখনো বইয়ের পাতায় তোর ছবি ভেসে ওঠে,
কেন এখনো তোর কথাতেই মুখে হাসি ফোটে?


Monday, May 13, 2019

মন ছুঁয়ে যাওয়া এক ভালোবাসার কবিতা / বাংলা কবিতা/ ভালোবাসার এক অসাধারণ কবিতা

        স্বর্ণলতা           
              হৃদয় হরণ(ছদ্মনাম)

তোর খুশিতেই আমি খুশি
        তোর দুঃখেই দুঃখী,
তোর জন্য জ্বালিয়ে রাখি হাজার সুখের বাতি।

তুই হাসলে আমার আকাশ
      তারায় ভরে ওঠে,
তুই কাঁদলে আমার বুকে বন্যা নেমে আসে।

শুনবো তোর কণ্ঠস্বর
       কিছু চাই না আর
তোর মতো এমন বন্ধু, মেলা ভীষণ ভার।

দিশাহীন পথে চলতে চলতে
       পেলাম দেখা তোর
তোর পরশে নতুন করে বাঁধি জীবন ডোর।

ওরে পাগলি, তুই আমার প্রেম
       তুই ভালোবাসা
তুই আমার স্বপ্ন পাগলি, তুই আমার আশা।

তুই নাকি আমার সব
      বলে বন্ধু-জন
হ্যাঁ, তুই পাশে থাকলে -নেই প্রেমিকার প্রয়োজন।

তুই আমার শাসন পাগলি
       তুই আবদার
তোর জন্য সকল সময় খোলা মনের দ্বার।



Wednesday, May 8, 2019

স্বর্ণলতার প্রতি উড়ো চিঠি

স্বর্ণলতার প্রতি উড়ো চিঠি
😓উদাসী মন😓

এই মেঘলা দিন,
             মনটা রঙিন।
তবু টেকেনা মন,
             গুনছে লোকজন।
কেমনে যাচ্ছে দিন,
              তোমার ফোনের রিং।
নেই কেন কোন খবর,
              ঐ নয়ন আদর।
পড়ছে বৃষ্টি ক্ষনে ক্ষনে,
              আমি আনমনে।
হাসি ফুটবে মনে,
               তোমার আগমনে।
এখন যেমন মেঘলা দিন,
               মনটাও উদাসীন।

              -  হৃদয় হরণ (ছদ্মনাম)