বর্ণনা
হৃদয় হরণ = বিমান চন্দ্র দাস
ভেজা গোলাপের পাপড়ি তুমি
তুমিই অনুরাগীনি,
সকালে ওঠা সূর্য তুমি
আমার স্বপ্নচারীনি।
পূর্ণিমার রাতের চাঁদ তুমি
মোর জীবন সঙ্গীনি,
গোধূলি বেলার আলোক তুমি
আমার জীবনের রাগীনি।
কৃষ্ণ যুগের রাধা তুমি
রামের যুগের সীতা,
তুমি জীবনে না এলে
মোর জীবনটাই বৃথা।
রোমিওর জুলি তুমি
দেবদাসের পার্বতী,
চেহারায় ঊর্বষী তুমি
বুদ্ধিতে স্বরসতী।
প্রখর গ্রীষ্মেও হিম তুমি
খুশির ক্রন্দন,
শীতের সোনালী রোদ তুমি
হৃদয়ের স্পন্দন ।
বসন্তের কোকিলের গান তুমি
কুয়াশায় ঢাকা পর্বতের চূড়া,
সদ্য ফুটে ওঠা ফুল তুমি
দর্শনে হিম হয়ে যায় শিরা।
এখন থেকে বিমান চন্দ্র দাস নামেই সব পোস্ট করবো🙏🙏🙏🙏
হৃদয় হরণ = বিমান চন্দ্র দাস
ভেজা গোলাপের পাপড়ি তুমি
তুমিই অনুরাগীনি,
সকালে ওঠা সূর্য তুমি
আমার স্বপ্নচারীনি।
পূর্ণিমার রাতের চাঁদ তুমি
মোর জীবন সঙ্গীনি,
গোধূলি বেলার আলোক তুমি
আমার জীবনের রাগীনি।
কৃষ্ণ যুগের রাধা তুমি
রামের যুগের সীতা,
তুমি জীবনে না এলে
মোর জীবনটাই বৃথা।
রোমিওর জুলি তুমি
দেবদাসের পার্বতী,
চেহারায় ঊর্বষী তুমি
বুদ্ধিতে স্বরসতী।
প্রখর গ্রীষ্মেও হিম তুমি
খুশির ক্রন্দন,
শীতের সোনালী রোদ তুমি
হৃদয়ের স্পন্দন ।
বসন্তের কোকিলের গান তুমি
কুয়াশায় ঢাকা পর্বতের চূড়া,
সদ্য ফুটে ওঠা ফুল তুমি
দর্শনে হিম হয়ে যায় শিরা।
এখন থেকে বিমান চন্দ্র দাস নামেই সব পোস্ট করবো🙏🙏🙏🙏
No comments:
Post a Comment